আরজি কর কাণ্ড নিয়ে এক মাস ধরে প্রতিবাদ চলছে গোটা শহর জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছে না। এই প্রতিবাদে মিছিলে রাজনীতির রঙও লেগেছে। সপ্তাহের শুরুতেই আবার শুরু নতুন বিতর্ক। নেটপাড়ায় ছড়িয়ে পড়া অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যর একটি সাক্ষাত্কারকে কেন্দ্র করে যত বিতর্কের শুরু। সাক্ষাত্কারকে কুণাল এবং দেবাংশুকে পিটিয়ে খুন করার হুমকির দিলেন টেলি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। অভিনেত্রীর সাক্ষাত্কারের একটি অংশকে তুলে কুণাল ঘোষ রসিকতা দিয়ে জবাবে লেখেন, “হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।” সেখানে উত্তরও দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, “‘বলছ তাহলে কুণালদা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো “লাইফ হেল” করে দেবে তো! এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।” সরাসরি অভিনেত্রীকে কটাক্ষ করায় বিতর্ক বেড়ে গিয়েছে আরও খানিকটা। দেবাংশুর এই পোস্ট শেয়ার করে অনেকেই নিজের বিরক্তি প্রকাশ করেছে। অনেকেই আবার লিখেছেন, ‘এই যাদবপুরী কালচার পাবলিক নিচ্ছেনা। চিন্তার কিছু নেই কুনাল স্যার’। আবার কেউ লিখছে, ‘মহিলা নামে তো FIR করা উচিত। সমাজে হিংসা ছড়াচ্ছেন’। কেউ লিখেছে, ‘ শিক্ষিত মানুষ রা এধরনের কথা বলে না’। আমার দাদা বা ভাইকে আপনি মারার কথা বলছেন, সেটাওতো অন্যায়! একজন নারী হয়েই তার কঠোর প্রতিবাদ জানাচ্ছি’।