জেলা

এবার লোকাল ট্রেনেই দেখা যাবে টিভি !

এবার থেকে টিভি দেখা যাবে লোকাল ট্রেনেই। থাকবে ভরপুর বিনোদনের ব্যবস্থা। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে টিভি বসানোর জন্য ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডার। তবে বাড়ির টিভির মতো থাকবে না একাধিক চ্যানেল। ফলে নিজের ইচ্ছে মতো চ্যানেল পাল্টানোরও সুযোগ থাকছে না। কোভিড পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ লোকাল ট্রেন। ফলে ব্যাপক হারে অর্থিক ক্ষতি হয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের। স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীরা উঠলেও এখনও সবার জন্য চালু হয়নি ট্রেন। তবে খুব শীঘ্রই হাওড়া ও খড়গপুর ডিভিশনে লোকাল ট্রেন চলতে পারে বলে মনে করা হচ্ছে। এতদিনের এই আর্থিক ক্ষতি পূরণ করতে এবার লোকাল ট্রেনের প্রতিটি কামরায় বসানো হবে টিভি। হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানান, এর ফলে যাত্রাপথে যেমন বিনোদনের সাক্ষী হতে পারবেন যাত্রীরা। তেমনই বিজ্ঞাপন চালিয়ে রেলের ভাঁড়ারে আসবে লক্ষ্মী। আগামী তিন-চার মাসের মধ্যে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের প্রতিটি কামরাতেই টিভির দেখা মিলবে।