বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের ‘বিকৃত মানচিত্র’ কাণ্ডে টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ

ভারতের ‘বিকৃত মানচিত্র’ কাণ্ডে টুইটারের ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে আটক করল উত্তরপ্রদেশ পুলিস। বুলন্দশহরে বজরং দলের নেতা থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় এফআইআর দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ আটক করা হয়েছে তাঁকে। ভারতবর্ষের বাইরে জম্মু-কাশ্মীর ও লাদাখ! সোমবার টুইটারের ‘Tweep Life’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়। ‘বিকৃত ম্যাপ’কে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।  আর এরপর ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক হলেন টুইটারের ম্যানেজিং ডিরেক্টর।