জেলা

কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২

চতুর্থ দফার ভোটের আগের রাতে রক্তাক্ত কেতুগ্রামে। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় সোমবার সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে। কেতুগ্রামের তৃণমূল কর্মী মিন্টু শেখকে খুনের ঘটনায় বাম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারের তরফে ১০ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে মাত্র ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা অধরা। পুলিশের প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে কমিশনের কাছে। উল্লেখ্য, রবিবার রাতে চেঁচুড়ি গ্রামে এক বন্ধুর সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন মিন্টু। মাঝ পথে দুষ্কৃতীরা তাঁদের বাইক আটকায়। এরপর ধারাল অস্ত্র দিয়ে মিন্টুকে কুপিয়ে খুন করে। তারপর তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়া হয়।