বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকারকে ভাষণ দিতে না দেওয়ার ঘটনায় দু’জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল। চলতি অধিবেশনে আজ, বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়। এদিন আর্জি জানানোর পর ধ্বনি ভোটে সাসপেনশনের প্রস্তাব গৃহীত হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, অসংসদীয় কাজকর্মের জন্যই সাসপেন্ড করা হয়েছে বিজেপির দুই বিধায়ককে। রাজ্যপালের ভাষণে বারবার ব্যাঘাত ঘটানোর অভিযোগও তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির অভিযোগ, মূলত দৃষ্টি ঘোরানোর জন্যই এটি করা হয়েছে। ভয় দেখানোর জন্যই এই
পদক্ষেপ বলেও দাবি করেছেন তাঁরা। বিরোধী দলনেতা এই সাসপেনশন তোলার আর্জিও জানিয়েছেন বলে সূত্রের খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, যদি এই সাসপেনশন তোলা না-হয়, তাহলে অধিবেশনের বাকি দিনগুলো সাসপেন্ড দুই বিধায়ক বিধানসভার লবিতে বসেই সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন। বুধবার, রাজ্যপালের জবাবি ভাষণের আগেই দুই বিধায়ককে সাসপেনশনের কথা ঘোষণা করেন স্পিকার। বিজেপি পরিষদীয় দলের তরফে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হলেও স্পিকার স্পষ্ট ভাষায় বলেন, “এ জন্য পরিষদের তরফে লিখিতভাবে তাঁর কাছে আবেদন জানাতে হবে ৷” কিন্তু বিজেপি বিধায়করা সেদিকে কর্ণপাত করেননি বরং স্পিকারের নির্দেশকে উপেক্ষা করে ওয়েলে নেমে চিৎকার শুরু করেন।