দেশ

নাগাল্যান্ডে ধসের কবলে গাড়ি, মৃত ২, আহত ৩

ভয়াবহ ধসের ছবি ধরা পড়ল নাগাল্যান্ডের পাহাড়ে। ধসের কারণে ভারী পাথর পড়ে দুটি গাড়িকে খেলনার মতো পিষে দিল। এর জেরে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন তিনজন। আর সেই ছবি ধরা পড়েছে ভিডিও-তে। নাগাল্যান্ডে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ধস নেমছে। মঙ্গলবার বিকেলে চুমোউকেদিমা জেলায় ২৯ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পাকালা পাহাড়ের কাছে বৃষ্টির কারণে দাঁড়িয়েছিল বহু গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাহাড়ে প্রায়ই ধস নামে।