দেশ

মহাকুম্ভে নৌকাডুবির একদিন পরেও নিখোঁজ দুই পুণ্যার্থী

নৌকায় ছিলেন দেরাদুন এবং কর্তনাক থেকে আসা লোকজন ৷ জল পুলিশের ইনচার্জ জনার্দন প্রসাদ জানান, কারেলির দেরাদুনের বাসিন্দা মহাবীর প্রসাদ, ব্রিজলাল, সুরেশ চন্দ্র, ললিতা, ঊষা রানী এবং গীতা দেবী মঙ্গলবার মহাকুম্ভে পৌঁছন । তাদের পাশাপাশি, বেঙ্গালুরুর রবি কিরণ তার বাবা-মায়ের সঙ্গে বোট ক্লাব থেকে নৌকায় চড়ে সঙ্গম নাকে ​​পৌঁছন । দুপুর 2টোয় স্নান সেরে সকল ভক্ত ফিরছিলেন । তখনই ঘটে বিপত্তি ৷ নৌকায় ওঠার সময় এক ভক্তের পা পিছলে যায় । এরপর নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উল্টে যায় । নৌকাটি উল্টে যাওয়া মাত্রই বিশৃঙ্খলা দেখা দেয় । ঘটনাস্থলে মোতায়েন করা এনডিআরএফ এবং জল পুলিশের ডুবুরিরা জলে ঝাঁপিয়ে পড়েন । ৭ জন ভক্তকে নিরাপদে উদ্ধার করা হলেও, ২৪ ঘণ্টা পরও দু’জনের হদিশ পাওয়া যায়নি ৷ সকলকে স্বরূপ রানি নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।