জেলা

মুর্শিদাবাদে লরি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

সাতসকালে মর্মান্তিক ঘটনা। মুর্শিদাবাদে লরি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। শুক্রবার সকাল ৬টা নাগাদ মুর্শিদাবাদের সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরি ও এক ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। ঘটনার খবর দেওয়া হয় বেলডাঙা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার ফলে বেশকিছুক্ষণ ধরে যানযট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ক্ষতিগ্রস্ত লরি ও ট্র্যাক্টরটিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে সাত সকালে দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।