দেশ

টাকার বিনিময়ে নাবালকের রক্তের রিপোর্টে কারসাজি, পুনে পোর্শেকাণ্ডে গ্রেফতার ২ চিকিৎসক

পুনের পোর্শে দুর্ঘটনায় এবার গ্রেফতার হলেন সাসুন জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক। অভিযুক্ত ১৭ বছরের নাবালকের রক্তের নমুনা নিয়ে কারসাজির অভিযোগে তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার পুণের কল্যাণনগর এলাকায় দুই ইঞ্জিনিয়ারকে পিষে মারার অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে কিশোরের জামিন নিয়ে তোলপাড় শুরু হয় মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের নাবালক পুনের একজন বিশিষ্ট রিয়েলটারের ছেলে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে। ঘটনার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার করা হয়েছে চিকিৎসক অজয় তাওরে ও সাসুন হাসপাতালের চিকিৎসক শ্রী হরি হারনরকে। এর আগে ওই চিকিৎসকদের দেওয়া নাবালকের রক্ত পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, মদ্যপান করেনি সে। তবে একটি বারের সিসিটিভি ফুটেজে দেখেই পুলিশ নিশ্চিত হয়েছিল ওই রাতে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে গিয়েছিল সে। বন্ধুবান্ধবদের সঙ্গে মদ্যপান করতেও দেখা গিয়েছিল তাকে। ৫ জুন পর্যন্ত রিমান্ড হোমে রয়েছে ্অভিযুক্ত নাবালক।