কলকাতা

দুই ভুয়ো ট্রেন চালক-কে গ্রেপ্তার করল রেল পুলিশ, শিয়ালদহ শাখায় পাঁচ বছর ধরে করছিলেন চাকরি

ট্রেন চালাচ্ছেন ভুয়ো চালক, আর সেই ট্রেনেই সওয়ার হয়েছেন হাজার হাজার যাত্রী। শুনলেই ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মনে হচ্ছে এ যেন এক গল্প কথা। না, একেবারেই না। ভুয়ো আইএএস, আইপিএস, চিকিত্‍সক, পুলিশ অফিসারের পর এবার খোঁজ মিলল ভুয়ো ট্রেন চালকের! ইতিমধ্যই দুই ভুয়ো সহকারী ট্রেন চালককে গ্রেফতার করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে রেলের আই কার্ড নিয়ে দিব্যি রেলের চাকরি করছিল দুই যুবক। শিয়ালদহ ডিভিশনের আই কার্ড নিয়ে তামিলনাড়ুর যাওয়ার সময় রেলের পাস দেখিয়ে কাটা টিকিট দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকে। তামিলনাড়ুর সালেম ডিভিশনের ইরোড স্টেশনে তাদের দু’ জনকে আটক করা হয়। রেল পুলিশের হাতে ধৃতদের নাম সাহেল সিং ও ইসরাফিল সিং।রেলের তরফে জানানো হয়েছে, ধৃতরা নিজেদের নাম ভাঁড়িয়ে চাকরি করছিল। এদের আসল নাম গোপন করা হয়েছে | এদের কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আই কার্ড ও নিয়োগপত্রে দেখা গিয়েছে, এরা দু’জনই পূর্ব রেলের শিয়ালদহ শাখায় ২০১৬ সালে চাকরিতে যোগ দেন। দীর্ঘ পাঁচ বছর ধরে তারা চাকরি করে। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, তাদের চাকরির যে নিয়োগপত্র সেটিও ভুয়ো । প্রশ্ন উঠছে, তাহলে কীভাবে পাঁচ বছর ধরে এই ভুয়ো ট্রেন চালক দিনের পর দিন কাজ করে গেলো ? রেলের বিরুদ্ধে মানুষের জীবন নিয়ে খেলার অভিযোগ সাধারণ যাত্রীদের | রেলের তরফে জানানো হয়েছে, ধৃতদের নিয়ে কলকাতায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে | কে বা কারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে | রেলের তরফে জানানো হয়েছে, ধৃতদের নিয়ে কলকাতায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে | কে বা কারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে |