দেশ

কাবুল থেকে ২টি বিমানে ফিরলেন ৮৭ ভারতীয়, তৃতীয় বিমানে আসছেন আরও ৩০০ জন

আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তত্‍পর ভারতের বিদেশ মন্ত্রক। কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন। এয়ার ইন্ডিয়ার বিশেষ দু’টি বিমানে ৮৭ জন ভারতীয়কে দেশে ফেরানো হল। কাবুলে আটকে থাকা নেপালের ২ নাগরিককেও আনা হয়েছে দিল্লিতে। নয়া দিল্লিতে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ২ টি, এমনটাই জানাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, কাবুলে এখনও আটকে রয়েছেন হাজারের কাছাকাছি ভারতীয়। আজ আরও ৩০০ জনকে কাবুল থেকে দেশে ফেরানোর সম্ভাবনা রয়েছে, বিদেশ মন্ত্রক সূত্রে খবর। তালিবানরা আফগানিস্তান জুড়ে তাণ্ডব চালাচ্ছে। আর তাই ভারতীয়দের নিরাপদে সুরক্ষিত অবস্থায় দেশে ফিরিয়ে আনাটাই চ্যালেঞ্জ ভারত সরকারের কাছে। এমনকী ভারতে আসার বিমানে ওঠার পরই উচ্ছ্বসিত কাবুলে আটকে থাকা ভারতীয়দের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে! AI 1956 বিমান ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। দুজন নেপালি নাগরিককেও সরিয়ে নিয়ে আসা হয়েছে।’