কলকাতা

স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতার আরও ২ পড়ুয়া

স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্যে গ্রেফতার আরও দুই। রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ নামে দুই ছাত্রকে। স্বপ্নদ্বীপের মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগ তুলেছেন অনেকেই। তাঁর মৃত্যুর নেপথ্যে সিনিয়রদের মানসিক অত্যাচার এবং দাদাগিরিকে অনেকেই দাবি করেছে। তার পরেই জেরা করে সৌরভ চৌধুরী-সহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ।  উল্লেখ্য, সৌরব চৌধুরী বস্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হলেও বাকি দুই বর্তমান ছাত্র। দীপশেখর অর্থনীতির (ইকোনমিক্স) স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, বাড়ি তাঁর বাঁকুড়ায়। বয়স, ১৯ বছর। মনোতোষও স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, সমাজবিজ্ঞান (সোশিওলজি) বিভাগে পড়াশোনা করেন। বয়স, ২০ বছর। বাড়ি, হুগলির আরামবাগে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ছাত্র সৌরভকে জেরা করেই তাঁদের দুজনের নাম উঠে এসেছে।