পুকুরে স্নান করতে নেমে মৃত্য়ু হল দুই নাবালিকার ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদির রাজাপুর এলাকায় ৷ জানা গিয়েছে, ওই দুই ছাত্রীর নাম পিয়ালি নাইয়া ও ইশা বৈদ্য।ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকার বাসিন্দা তারা । সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে এলাকারই একটি পুকুরে স্নান করতে গিয়েছিল পিয়ালি ও ইশা । বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফিরছিল না ৷ এদিকে এলাকার কয়েকজন ওই নাবালিকাদের তলিয়ে যেতে দেখে তড়িঘড়ি জল থেকে টেনে তুলে নিয়ে আসে ৷ সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।