নিমতিতা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় সাফল্য গোয়েন্দাদের। গ্রেফতার করা হল আরও দুজনকে। ঝাড়খণ্ড থেকে পাকরাও করা হয়েছে শাহিদুল ইসলাম নামের এই যুবককে। ধৃত অপর যুবকের নাম আবু সামাদ তার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। দু’দিন আগেই আটক করা হয়েছিল এই দুজনকে। লাগাতার জেরার পর শুক্রবার তাদের গ্রেফতার করে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয়। বিস্ফোরণের ঘটনার সূত্র পেতে তাদের জোরকদমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে দু’দিন আগেই গ্রেফতার করা হয়েছিল শেখ নাসিম নামে এক যুবককে। বিস্ফোরণ কাণ্ডের আগে তাঁকে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে খবর। গোয়েন্দাদের সন্দেহ, ঘোরাঘুরির নামে আসলে স্টেশন চত্বরের রেইকি করছিল নাসিম। তাঁকে জেরা করছে সিআইডি। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার কয়েকদিন আগে থেকেই ধৃত ওই যুবক স্টেশনের বাইরে বসে ফল বিক্রি করতে শুরু করেন। তদন্তকারী আধিকারিকরা জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই নাসিমের খোঁজ মেলে। তারপরেই তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা।