রাজ্যবাসীকে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোট-পরবর্তী হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। রাজ্যে ভোট মেটার পর বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটছে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এমনকী, রেহাই পাননি কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনও। মেদিনীপুরে তাঁর গাড়িতে কাঠ, ইঁট, বাঁশ আঘাতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। দ্রুত রিপোর্ট চেয়ে কড়া চিঠি পাঠানোই শুধু নয়, পরিস্থিতি খতিয়ে দেখতে যখন রাজ্য এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, তখন ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্টের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। সূত্রে খবর, ধৃতেরা হল অর্ঘ্য সাহা ও আকাশ মণ্ডল। অর্ঘ্যের বাড়ি সোনারপুরের নতুনপল্লীতে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগে এই পড়য়াটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। আর দেগঙ্গার বাসিন্দা আকাশ ইঞ্জিনিয়ারিং-র ছাত্র। সে বিজেপি সমর্থক।