দেশ

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগেই অন্ধ্রে নৌকা উলটে মৃত ২, নিখোঁজ ১

আজ সন্ধ্যা ৬টার কিছু পড়েই ল্যান্ডফল শুরু হয়েছে ঘূর্ণিঝড় গুলাবের। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলের মধ্যে দিয়ে ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। গোপালপুর থেকে কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে আগামি দুই-তিন ঘণ্টার মধ্যে পশ্চিম উপকূলে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের শেষদিকে সাইক্লোনের সর্বাধিক গতিবেগ থাকবে ৯৫-১০০ কিমি। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। এদিকে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগেই ঝড়ো হাওয়ার বলি দুই মৎস্যজীবী। তাঁদের নৌকা উলটে গিয়ে এই বিপত্তি। মাঝ সমুদ্র থেকে উপকূলে ফেরার পথেই এই দুর্ঘটনা। সেই নৌকার তিন জনকে নিরাপদে ফেরানো গেলেও, একজন এখনও নিখোঁজ।

প্রতীকী ছবি।