আসন্ন বিধানসভা ভোট অবাধ ও নির্বিঘ্নে করার জন্য নজিরবিহীনভাবে প্রাক্তন দুই পুলিশ আধিকারিককে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। যে দুই প্রাক্তন পুলিশ আধিকারিককে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁরা হলেন বিবেক দুবে ও মৃণাল কুমার দাস। এদের মধ্যে বিবেক দুবে ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।বাংলার আইনশৃঙ্খলাকে বিহারের চেয়েও খারাপ বলে মন্তব্য করে বিরোধীধের হাতে তৃণমূলকে আক্রমণের বড় অস্ত্র তুলে দিয়েছিলেন। সেই বিতর্কিত ও বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন আমলা অজয় নায়েককেই বাংলার বিধানসভা ভোটের জন্য বিশেষ পর্যবেক্ষক করে পাঠাল নির্বাচন কমিশন। আর কমিশনের এমন সিদ্ধান্তের পরেই চর্চা শুরু হয়েছে।