শিলিগুড়ি : প্রিজন ভ্যানে করে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে ৷ মাঝ রাস্তায় আচমকা গুলি চালায় সে! গুলি লেগে গুরুতর জখম হন দুই পুলিশকর্মী। আহত দুই পুলিশকর্মীকে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুই পুলিশকর্মী আপাতত বিপদমুক্ত রয়েছেন বলেই বুধবার রাতে জানালেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব। অন্যদিকে, বিচারাধীন বন্দির কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল, তা নিয়ে ধন্দে পুলিশও। আগ্নেয়াস্ত্র কোথা থেকে অভিযুক্তের কাছে এল, তার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সুপার জবি থমাসকে। তবে উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব জানান, ওই আগ্নেয়াস্ত্র নিজের কম্বলের ভিতরে লুকিয়ে রেখেছিল। পাশাপাশি, অভিযুক্ত কারাগারেই আগ্নেয়াস্ত্র পেয়েছিল নাকি আদালতে তোলার সময় তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরই আহত পুলিশকর্মীদের দেখতে নার্সিংহোমে পৌঁছন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, দুই পুলিশকর্মীর মধ্যে নীলকান্ত সরকারের পেটে দু’টো ও দেবেন বৈশ্যর ডানদিকের পাঁজরের নীচে একটি গুলি লেগেছে। বুধবার রাতেই ওই দুই পুলিশকর্মীর অস্ত্রোপচার করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ যাদব বলেন, “প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় শৌচালয়ের যাওয়ার কথা জানায় অভিযুক্ত। আর গাড়ি থামার পর একটু দূরে যেতেই সময় নিজের কাছে লুকনো একটি আগ্নেয়াস্ত্র থেকে দুই পুলিশকর্মীকে গুলি করে পালিয়ে যায় অপরাধী। মোট তিন রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে দুষ্কৃতী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। টেকনিক্যাল টিমও কাজ করছে।”