ফের মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার হতে হল দুই ভারতীয় বংশোদ্ভূত শিখকে। মঙ্গলবার নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায় ওই দুই শিখ যুবকের উপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ।সূত্রের খবর, নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায় ওই দুই শিখ যুবক মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেসময় তাদের উপর দুষ্কৃতীরা হামলা করে। তাঁদের মারধর করে পাগড়ি খুলে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাচক্রে রিচমন্ড হিল এলাকার ঠিক এই জায়গাটিতেই সপ্তাহখানেক আগে এক শিখ বৃদ্ধের উপর হামলা হয়। মর্নিং ওয়াকে গিয়েই ওই বৃদ্ধ আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে গত শনিবারও রিচমন্ড হিলে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের বহু মানুষ। তারপরই মঙ্গলবারের ঘটনা, প্রবাসী ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিল। দুই যুবকের উপর হামলার ঘটনাকে ‘বিদ্বেষমূলক ঘটনা’ বলে অভিযোগ করেছেন স্থানীয় শিখ সম্প্রদায়ের নেতারা। ইতিমধ্যেই প্রশাসনের কাছে এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।