দেশ

বাড়লো উদ্বেগ! বেঙ্গালুরু এয়ারপোর্টে দুই আফ্রিকানের শরীরে মিলল করোনা

দক্ষিণ আফ্রিকার দুই নাগরিকের শরীরে করোনাভাইরাস মেলার পর তীব্র উদ্বেগ ছড়াল বেঙ্গালুরুতে। শনিবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুই আফ্রিকান নাগরিকের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তীব্র চাঞ্চল্য ছড়াল প্রশাসনিক স্তরে। ওই দুই আফ্রিকানবাসীর শরীরেও করোনার সবচেয়ে মারাত্মক এবং নতুন স্ট্রেইন ওমিক্রন ভেরিয়েন্ট মিলেছে কিনা তা নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।করোনার নতুন স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। নাম, ওমিক্রন। বলা হচ্ছে, এখনও পর্যন্ত যে ক’টি স্ট্রেনের হদিশ মিলেছে, তার মধ্যে এটি সবথেকে দ্রুত ছড়ায়। সেই স্ট্রেইনেই কি আক্রান্ত আফ্রিকার দুই নাগরিক? তা এখন ও জানা যায়নি । এদিকে শ্রীনিবাস জানাচ্ছেন, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করা সংশ্লিষ্ট বিমানে মোট ৫৮৪ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে সবাই ১০ ‘হাই-রিস্ক’ দেশ থেকে এসেছেন। আর শুধু দক্ষিণ আফ্রিকা থেকেই বেঙ্গালুরুতে পা রেখেছেন ৯৪ জন। বেঙ্গালুরু বিমানবন্দরে গিয়ে এখন ওই দেশগুলি থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বিষয়ে কর্তৃপক্ষ কী নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে তা সরেজমিনে দেখতে পৌঁছে যান শ্রীনিবাস। ওই ১০ দেশেই করোনার ওমিক্রন ভেরিয়েন্ট সনাক্ত হয়েছে। এদিকে, নতুন কোভিড ভেরিয়েন্ট ছড়ানোর খবর পাওয়ার পরেই দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারই এক আলোচনায় ফের আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা পর্যালোচনা করার কথা বলেছেন তিনি।