বছর শুরুতে পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে দু’টি পৃথক জায়গায় মৃত্যু হল দুই বাঙালি পর্যটকের। তাঁদের মধ্যে এক পর্যটকের মৃত্যু হয়েছে পাহাড়ের রাস্তার ধারে সেলফি নেওয়ার সময়। আরেক পর্যটকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা ওই পর্যটককে মৃত বলে ঘোষণা করেন। রবিবারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দার্জিলিংয়ে।