কলকাতা

অ্যাডভেঞ্চার ভিডিও তোলার জন্য দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ ২ বন্ধুর, তলিয়ে গেলেন এক যুবক

সোশাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া ৷ সেই উদ্দেশ্য নিয়েই দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করার পরিকল্পনা করেছিল তিলজলার ৮ যুবক ৷ সেইমতো স্টান্ট করতে পুলিশের নজর এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিল ২ যুবক৷ আর সেখানেই বাধে বিপত্তি ৷ ওই দুই যুবকের মধ্যে একজন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে গতকাল ৷ আরেকজনকে মাঝ নদী থেকে রিভার ট্র্যাফিক পুলিশ উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, তিলজলার ৮ যুবক সোশাল মিডিয়ায় জনপ্রিয় হতে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার অ্যাডভেঞ্চার ভিডিও তোলার পরিকল্পনা করে ৷ সেইমতো পুলিশের নজর এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতুর রেলিং পেরিয়ে পরপর লাইন দিয়ে দাঁড়ায় তারা ৷ এরপর এক এক করে হুগলি নদীতে ঝাঁপ দিতে থাকে ৷ প্রথমজন ঠিকঠাক ঝাঁপ দিতে পারলেও, দ্বিতীয় জন বেসামাল হয়ে নদীতে পড়ে যায় ৷ জলে পড়ার পর আর তাকে দেখা যায়নি ৷ এরপরেই বাকিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ তাস্তিগির আলম এবং মহম্মহ জাকির সর্দার এই দুই বন্ধু ভিডিও করার উদ্দেশ্যে ঝাঁপ দেন। সকলেই তিলজলার বাসিন্দা। তাস্তিগিরকে পাওয়া গেলেও এখনও খোঁজ মেলেনি জাকিরের। প্রত্যেকেই সাঁতার জানতেন বলে দাবি অন্য বন্ধুদের। খবর পেয়ে পরে রিভার ট্র্যাফিক পুলিশের স্পিড বোট নদী থেকে প্রথমজনকে উদ্ধার করে ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও রিভার ট্র্যাফিক পুলিশ নিখোঁজ যুবকের তল্লাশি শুরু করেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।