গত রবিবার তালিবান কাবুলে প্রবেশ করার পরই ক্ষমতা হস্তান্তরের বৈঠক সেরে দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরফ ঘানি। বুধবার আমিরশাহীর তরফে এই খবররের সত্যতা সম্পর্কে সিলমোহর দেওয়া হয়েছে। তবে তিনি সেদেশের কোন শহরে রয়েছেন তা জানানো হয়নি। যদিও কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, তিনি রাজধানী আবু ধাবিতে রয়েছেন। এক বিবৃতিতে আমিরশাহীর প্রশাসন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় আমিরশাহির বিদেশ মন্ত্রক গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে। লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার তাগিদে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে।’’ রবিবার দেশ ছাড়ার সময় ঘানি জানিয়ে দিয়েছিলেন, তিনি রক্তপাত চান না। তাই দেশ ছাড়ছেন। তাঁর সঙ্গে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মোহিব।