মুম্বই–বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন। শনিবার বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর আগুন লাগে। তখন অবশ্য ট্রেন থেকে যাত্রীরা নেমে গিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকল। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেনটিতে আগুন লাগে। জানা গেছে, যাত্রীরা নেমে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খালি ট্রেনে কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে রেল। এএনআইয়ের ভিডিওয় দেখা গেছে, কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা স্টেশন চত্বর। ঘটনায় অবশ্য কেউ হতাহত হয়নি।