এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপের পথে ইউজিসি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ছাত্র মৃত্যুর ঘটনায় এবার ইউজিসি তদন্ত রিপোর্ট চাইল যাদবপুরের থেকে। গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ ইউজিসির যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। আগামিকালের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়কে। এদিকে ইউজিসি-র নির্দেশের চিঠি পেয়েই আগামিকাল তড়িঘড়ি বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।