রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল সেমেস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা অক্টোবরে নেওয়া নিয়ে লিখিত সম্মতি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সম্মতি জানিয়ে চিঠি পাঠিয়েছেন ইউজিসি-র সচিব রজনীশ জৈন। দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনের উদ্দেশে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্যের আবেদনে সায় দেওয়া হচ্ছে। রাজ্যের ২ সেপ্টেম্বরের চিঠির প্রস্তাব মেনে ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ১ থেকে ১৮ অক্টোবর কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাইনাল সেমেস্টার বা বর্ষের পরীক্ষা গ্রহণে সম্মতি দেওয়া হল। একইসঙ্গে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ফাইনাল পরীক্ষার ফলপ্রকাশের যে প্রস্তাব উচ্চশিক্ষা দপ্তর দিয়েছিল, তাও মানা হল। প্রসঙ্গত, দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে বিএড এবং এমএড কোর্সেও ভর্তি প্রক্রিয়া শুরু হবে।