দেশ

কৃষি ভোটব্যাঙ্ক মজবুত করতে উৎপাদনশীলতায় গুরুত্ব

জৈব চাষ সবসময় কৃষি ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে৷ সেই জৈব চাষে উৎসাহ বৃদ্ধি ঘটিয়ে কৃষকদের শারীরিক সুস্থতা প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ ফল ও সবজির মতোন ঋতু ভিত্তিক চাষে বরাবরই ক্ষতির মুখে পড়েন কৃষকরা৷ নতুন কৃষি আইনে এটাই ছিল কৃষকদের অন্যতম ক্ষোভের কারণ৷ এদিনের বাজেটে সেই সবজি ও ফসল চাষে উৎসাহ দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী৷ ৯ লাখের বেশি জমিকে সেচের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ এদিন নির্মলা জমির দলিল এবং সংশ্লিষ্ট কাগজপত্র ডিজিটালি সংরক্ষণের কথা বলে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন৷ কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা হবে৷ গবেষণা বৃদ্ধির কথা বলে কৃষি ক্ষেত্রকে আরও গতিশীল করা হচ্ছে৷