কলকাতা

বুধবারের বদলে বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শেষ মুহূর্তে সামান্য পরিবর্তন হয়েছে অমিত শাহের সফরসূচিতে। ৪ মে বুধবার রাতের বদলে ৫ মে বৃহস্পতিবার সকালে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবারের শাহী সফরে রয়েছে ঠাসা কর্মসূচি । রাজ্যে পা রেখেই প্রথমে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে যাবেন তিনি । সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন । মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ জওয়ানদের সঙ্গে । এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়ি । সেখানে জনসভায় অংশ নেবেন । রাত্রিবাস করবেন শিলিগুড়িতেই । শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি । সেই অনুষ্ঠান শেষে ফের কলকাতার রাজারহাটের একটি হোটেলে ফেরার কথা রয়েছে শাহের । হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর । ঘটনা হল, আগে ঠিক ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলের রাজ্য দফতরে আসবেন । কিন্তু শেষমুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়েছে । রাজারহাটের হোটেলেই বৈঠক করবেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে । সেই বৈঠকে কারা হাজির থাকতে পারেন, তার একটা তালিকাও নির্দিষ্ট করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে । বিজেপি সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ এবং বিভিন্ন পৌরসভার জয়ী প্রার্থীরা এই বৈঠকে থাকতে পারেন ।