রামপুরহাট কাণ্ডে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাঁর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রামপুরহাট কাণ্ড নিয়ে রিপোর্ট চাওয়া হল। সূত্রের খবর, ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, এই বিষয়ে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলও আসছে রাজ্যে । এই প্রতিনিধি দলে থাকবেন যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকেরা। তারা এলাকা ঘুরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে ।