দেশ

মেল ও এক্সপ্রেস ট্রেনে অসংরক্ষিত টিকিট এখনই নয়, জানাল রেল

দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে এখনই মিলবে না অসংরক্ষিত টিকিট। যাত্রীদের সফর করতে হবে সংরক্ষিত শ্রেণীর টিকিটেই। শুধুমাত্র লোকাল ট্রেনেই কার্যকর থাকবে অসংরক্ষিত টিকিট। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কথা জানিয়েছে রেলমন্ত্রক। অর্থাৎ, দূরপাল্লার ট্রেনে চড়তে গেলে এই মুহূর্তে যাত্রীদের বেশি ভাড়ার টিকিটই কাটতে হবে। রেল বোর্ড জানিয়েছে, ইতিমধ্যেই যে নীতি গ্রহণ করা হয়েছে, তা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এমনকী, দ্বিতীয় শ্রেণীতেও আপাতত অংসরক্ষিত টিকিট কাটতে পারবেন না সাধারণ যাত্রীরা। রিজার্ভড টিকিটেই ভ্রমণ করতে হবে দ্বিতীয় শ্রেণীতে। রেলমন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক (জনসংযোগ) ডি জে নারায়ণ বলেন, ‘শুধুমাত্র লোকাল ট্রেনের ক্ষেত্রেই অসংরক্ষিত টিকিটের ব্যবস্থা করার জন্য জোনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি নীতি অপরিবর্তিতই রয়েছে।’