দেশ

জিনস, টি-শার্টে না, নয়া ফতোয়া যোগীরাজ্যে

যোগী রাজ্যে নয়া পোশাক বিধি। কোনও আধিকারিক ও কর্মচারী এখন থেকে আর অফিসে জিন্স আর টি শার্ট পরে আসতে পারবেন না। এমনই নির্দেশ জারি করল বিধানসভার সচিবালয়। এই নির্দেশে রীতিমতো তোলপাড় রাজ্যজুড়ে।
শুধু তাই নয়। হরেক রকমের জামা-প্যান্ট কিংবা ধুতি-পাঞ্জাবিও বাতিলের খাতায়। তা হলে কী পোশাক পরতে হবে? বিধানসভা সচিবালয়ের যুগ্ম সচিব নরেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, স্রেফ সাদা রংয়ের পোশাক পরে আসতে হবে। কেন এমন ফতোয়া? নরেন্দ্র কুমার মিশ্র এ বিষয়ে সাফাই দিতে গিয়ে বলেছেন, ‘বিধানসভার ঐতিহ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে বিধানসভার কর্মী ও আধিকারিকদের পোশাক পরিধান নিয়ে যাতে ভুল বার্তা না যায়, তাই ফর্মাল পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে।’ সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য পোশাক বিধি চালু করেছেন। সেখানেও সরকারি আধিকারিক ও কর্মচারীদের টি শার্ট ও জিন্স পরে অফিসে ঢোকার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। মহিলা কর্মচারীদের শাড়ি কিংবা শার্ট পরে আসার নির্দেশ জারি করা হয়। এবার একই নির্দেশ জারি করা হল উত্তরপ্রদেশেও।