করোনা নিয়ন্ত্রণে এবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশে ‘জাতীয় বিপর্যয়’ চলছে। কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা। আর এই পরিকল্পনা প্রয়োজন অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে জরুরি । বৃহস্পতিবার কেন্দ্রকে এই মর্মে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, দ্রুত অক্সিজেন এবং টিকা বণ্টনের জন্য জাতীয় পরিকল্পনা তৈরি করুক কেন্দ্র। এ বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করেছে শীর্ষ আদালত। শুক্রবার সেই মামলার শুনানির পরই এই নোটিশ কেন্দ্রকে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশে এখন করোনার তীব্রতার জন্য যে পরিস্থিতি চলছে তাতে মূলত চারটি বিষয়ে বিশেষ নজর দেওয়া উচিত। সেগুলি হল অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধ সরবরাহ, টিকাকরণের পদ্ধতি এবং সার্বিক পরিকল্পনা। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন,”দেশের বর্তমান পরিস্থিতি জাতীয় জরুরি অবস্থার সমান । এ বিষয়ে আমরা একটা জাতীয় পরিকল্পনা জানতে চাই। আমাদের প্রধান চারটে বিষয় জানার আছে। সেগুলি হল, অক্সিজেনের সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা।” প্রধান বিচারপতি জানিয়েছেন, দিল্লি, বম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা এবং এলাহাবাদ হাই কোর্টে এ বিষয়ে মামলা চলছে। ওই আদালতগুলিও মানুষের স্বার্থে নিজেদের আইনি অধিকার প্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু, আমাদের মনে হয় কোথাও একটা সংশয় তৈরি হয়েছে। তাই এ বিষয়ে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সরাসরি লকডাউন ঘোষণা করার মতো আইনি অধিকার হাই কোর্টের আছে কিনা, সেটাও খতিয়ে দেখতে চাই সুপ্রিম কোর্ট।