দেশ

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম শুভম কুমার, দ্বিতীয় জাগ্রতি অবস্থি

 শুক্রবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২০-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল। মোট ৭৬১ জন প্রার্থীর নাম এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরির জন্য প্রস্তাব করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গত অগাস্ট মাসে শুরু হয় এই পরীক্ষার ইন্টারভিউ পর্ব। অগাস্ট ও সেপ্টেম্বর জুড়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়। অবশেষে আজ ঘোষণা করা হয় এই পরীক্ষার ফলাফল। সারা দেশ ব্যাপি এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন শুভম কুমার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রম রয়েছেন জাগ্রতি অবস্থি এবং অঙ্কিতা জৈন। যে সকল প্রার্থী এই ইন্টারভিউ পর্বে অংশগ্রহণ করেছিলেন, তাঁরা ইউপিএসসির সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। প্রস্তাবিত ৭৬১ জন প্রার্থীর মধ্যে ১৫১ জনের প্রার্থীপদ প্রভিশনাল। প্রথম স্থানাধিকারি শুভম কুমারের IIT-বম্বে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ B.Tech ডিগ্রি রয়েছে। অন্যদিকে দ্বিতীয় তথা মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারি জাগ্রতি অবস্থির ভোপালের MANIT থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ B.Tech পাশ করেছেন। এই পরীক্ষায় প্রথম ২৫ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ ও ১২ জন মহিলা প্রার্থী। এছাড়াও প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে ২৫ জন প্রতিবন্ধি প্রার্থীও রয়েছেন। এর মধ্যে রয়েছেন ৪ জন দৃষ্টিহীন প্রার্থী।