বিদেশ

গম রফতানিতে নিষেধাজ্ঞা, ভারত সরকার আরেকবার ভেবে দেখতে অনুরোধ আমেরিকার

গম রফতানি বন্ধ করার বিষয়টি ভারত সরকার আরেকবার বিবেচনা করে দেখুক, অনুরোধ করলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ৷ সোমবার খাদ্য সুরক্ষা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ভারতের সিদ্ধান্তের রিপোর্ট দেখেছি ৷ আমরা দেশগুলিকে রফতানি নিয়ন্ত্রণ না-করায় উৎসাহিত করব ৷ এতে দুনিয়াজুড়ে খাদ্যের অভাব আরও বাড়বে ৷” লিন্ডা বলেন, “নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত অংশগ্রহণ করবে ৷ অন্য দেশগুলিও ভারতের সিদ্ধান্তে উদ্বিগ্ন ৷ তাই তারা আরেকবার ভেবে দেখুক ৷”