প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এই ফোনটি মার্কিন উদ্যোগেই করা হয়েছিল। এদিনের কথোপকথনে কমলা হ্যারিস ভারত-মার্কিন সম্পর্ককে জোরদার করার কথা বলেন। মূলত কথা হয় টিকা বণ্টন নিয়ে। হোয়াইট হাউসের এক সিনিয়র উপদেষ্টা ও মুখপাত্র সাইমন স্যান্ডার্স জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকা কীভাবে আপত্কালীন পরিস্থিতিতে বহু দেশকেই টিকা দিয়ে সাহায্য করছে। এর আগেই বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়েছিল, কীভাবে সরাসরি উদ্বৃত্ত ৭৫ শতাংশ কোভাক্সিন রাষ্ট্রসঙ্ঘের সহায়তায় সারা বিশ্বে বণ্টন করতে চায় তারা। সব মিলিয়ে আড়াই কোটি ডোজ তারা বণ্টন করবে।