প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। আজ সকাল ন’টা নাগাদ সময় নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ বের করা হয়েছে। নিয়ে যাওয়া হল রবীন্দ্র সদনে৷ রবীন্দ্র সদনে উস্তাদ রাশিদ খানের দেহ প্রবেশ করল। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও রাশিদ খানের স্ত্রী ও পরিবারের লোকেরা। ইন্দ্রনীল সেনও রয়েছেন। দেহ রবীন্দ্র সদনের সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে। গতকাল সারারাত পিস ওয়ার্ল্ডে ছিল উস্তাদ রাশিদ খানের দেহ। দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে৷ গ্যান স্যালুট দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে৷ এই মুহূর্তে রবীন্দ্র সদনে এসে পৌঁছেলেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ, হৈমন্তী শুক্লা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।