মহানগরে ভ্যাক্সিনেশন অন হুইল নামে নয়া কর্মসূচি শুরু হতে চলেছে । শহরের বিভিন্ন বাজার ঘুরে এই গাড়ি টিকাকরণ করবে । এ দিন কলকাতা পৌরসভা সদর দফতরে কোভিড সংক্রান্ত বৈঠকের পর পুর প্রশাসন জানিয়েছে, বাজারের ব্যবসায়ীদের টিকাকরণের জন্য এই বিশেষ গাড়ির আয়োজন করা হয়েছে । একটি সম্পূর্ণ বাতানুকূল বাসে করোনার টিকা কেন্দ্র তৈরি করেছে কলকাতা পৌরসভা। বিভিন্ন বাজারের বাইরে গিয়ে এই বাস দাঁড়াবে এবং বাজারের ব্যবসায়ীরা তাঁদের সুবিধামতো সময়ে টিকা নিতে পারবেন। ফিরহাদ হাকিম বলেন, ‘এবার শুরু হল ভ্যাকসিনেশন অন হুইলস, পরিবহণ দফতর থেকে বড় শীততাপ নিয়ন্ত্রিত ব্যাটারি চালিত বাস দেওয়া হয়েছে। সেই বাসে সিট একটু এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেখানে মানুষ এসির মধ্যে বসে ভ্যাকসিন নেবে। আর এরপর আধঘণ্টা বসার পর বেরিয়ে যেতে পারবে। আধঘণ্টা পর অসুবিধে হলেও বাসে চিকিত্সক থাকবেন তাকে অসুবিধের কথা জানাতে পারবেন। চিকিত্সক বিষয়টি দেখে নেবেন। আগামী বৃহস্পতিবার পোস্তা বাজার থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন অন হুইলস পরিষেবা বলেও জানান ফিরহাদ হাকিম।