উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় সরব কংগ্রেস সহ প্রতিটি অ-বিজেপি দল। এমনকী বিজেপির নেতাই এই ঘটনার নিন্দা করেছিলেন। ফল পেলেন হাতে নাতে। জাতীয় এগজিকিউটিভ কমিটি থেকে বাদ পড়ল বরুণ গান্ধী এবং তাঁর মা মানেকা গান্ধীর নাম। গত রবিবার প্রতিবাদরত কৃষকদের জমায়েতের ওপর দিয়ে চলে গেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি-র কনভয়ের একটি জিপ। মন্ত্রীর ছেলে আকাশ মিশ্র ওই ন্যক্কারজনক কাজ করেছেন বলে অভিযোগ। এ ঘটনা নিয়ে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ, নিন্দা করেছে। কিন্তু বিজেপির তরফে একমাত্র বরুণ গান্ধীকেই মুখ খুলতে দেখা গেছিল। ‘শিক্ষা’ দিতে দেরি করল না গেরুয়া শিবির। জাতীয় এগজিকিউটিভ কমিটির ৮০ জনের তালিকা থেকে বাদ পড়ল বরুণ এবং মানেকার নাম।