কেন্দ্রের পথ ধরে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা। এখনও ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকা এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ঘটনাচক্রে যে কটি রাজ্য এখনও জ্বালানি তেলের উপর ভ্যাট কমায়নি, সেই সবকটিই বিরোধী শাসিত রাজ্য। শুক্রবার রাতে নজিরবিহীনভাবে আলাদা করে এই রাজ্যগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। যা কিনা আসলে চাপ বাড়ানোরই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। দেশের অধিকাংশ রাজ্যে পেট্রোল ১১০টাকা এবং ডিজেল ১০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। যার ফলে চাপ বাড়ছিল কেন্দ্রের উপরও। সম্প্রতি ১৩ রাজ্যের উপনির্বাচনেও এর প্রভাব পড়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে দিওয়ালির ঠিক আগে আগে জ্বালানি তেলের শুল্কে বড়সড় ছাড় ঘোষণা করে মোদি সরকার। একধাক্কায় ডিজেলের দাম লিটারপ্রতি ১০ টাকা এবং পেট্রলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা করে কমিয়ে দেওয়া হয়। এর পরই এনডিএ তথা বিজেপি শাসিত রাজ্যগুলি একে একে পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে। একধাক্কায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে যাওয়ায় বিরোধীদের উপর চাপ যে অনেকটাই বেড়ে যায়, তা বলা বাহুল্য। এবার কেন্দ্র সরকারিভাবে ওই রাজ্যগুলির তালিকা প্রকাশ করে চাপ আরও বাড়াল।
এখন নিম্নলিখিত ২২ রাজ্যে ভ্যাট কমানো হয়েছে পেট্রোল ডিজেলের উপর থেকে। সেগুলি হল –
- কর্ণাটক
- গুজরাত
- উত্তর প্রদেশ
- হিমাচল প্রদেশ
- মধ্য প্রদেশ
- হরিয়ানা
- ত্রিপুরা
- গোয়া
- নাগাল্যান্ড
- মিজোরাম
- মণিপুর
- অসম
- চণ্ডীগড়
- বিহার
- জম্মু ও কাশ্মীর
কেন্দ্র উৎপাদন শুল্ক কমালেও, ১৪টি রাজ্যে কমেনি পেট্রোল-ডিজেলের দাম। তালিকা প্রকাশ করে জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ, এক্সাইজ ডিউটি কমানোয় ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমানো হয়েছে জ্বালানির দাম। অন্যদিকে, এই ১৪টি রাজ্যে পেট্রোল-ডিজেলের দামের ওপর ভ্যাট কমানো হয়নি। সেগুলি হল –
- মহারাষ্ট্র
- দিল্লি
- পশ্চিমবঙ্গ
- তামিলনাডু
- তেলেঙ্গনা
- কেরল
- মেঘালয়
- আন্দামান ও নিকোবর
- ছত্তীসগড়
- পঞ্জাব
- রাজস্থান
Following Govt of India's decision to significantly reduce Central Excise Duty on petrol & diesel by Rs 5 & Rs 10 respectively, 22 states/UTs have also undertaken commensurate reduction of VAT on petrol&diesel. However, 14 States/UTs haven't undertaken any reduction:Govt of India pic.twitter.com/kuwIvNgDTH
— ANI (@ANI) November 5, 2021