কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী নয়, আর্জি স্থানীয় প্রবীণ বাম নেতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভার মঞ্চে হাজির হলেন অশীতিপর বাম নেতা। মুখ্যমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ডাকও দিলেন।সামনেই ভবানীপুরে উপনির্বাচন। আজ, বুধবার থেকেই ভোটপ্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভবানীপুরে ছিল তাঁর প্রথম কর্মিসভা। সেই মঞ্চেই হাজির হয়েছিলেন স্থানীয় প্রাক্তন বাম নেতা বাদল দাশগুপ্ত। সেখানে মমতার প্রশংসা করেন তিনি। মমতার বক্তব্য শুরুর আগেই মঞ্চে হাজির হন সিপিআই নেতা বাদল দাশগুপ্ত। তাঁর বয়স ৮৪ বছর। মঞ্চে উঠে হাতজোড় করে তৃণমূল নেত্রীকে প্রণাম জানান তিনি। সৌজন্য দেখাতে এগিয়ে আসেন তৃণমূল নেত্রীও। বাদলবাবুর

হাত ধরে স্বাস্থ্যের খবর নেন মমতা। তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন তিনি। বাদলবাবু অনুরোধ করেন, ওই মঞ্চ থেকে তিনি কিছু বলতে চান। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে মাইক্রোফোনের কাছে নিয়ে যান। এর পরই তৃণমূল নেত্রীর ভূষসী প্রশংসা করেন প্রবীণ বাম নেতা। কাঁপা কাঁপা গলায় বলেন, ‘‌আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।’‌ তিনি আরও বলেন, ‘‌উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।’‌