কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ অলোক থোকদারের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য মারা যাওয়ায় বিপাকে পড়ে ছিল পরিবার। পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল একটি চাকরির। আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় চাকরি পেলেন মৃত পুলিশ কর্মীর স্ত্রী। ৬ মাসের মধ্যে চাকরি পেয়ে আপ্লুত ওই পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত, ডিউটি করতে গিয়ে মারা গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ অলোক থোকদার। মৃত ভিলেজ পুলিশের পরিবারের আবেদনের সাড়া দিয়ে ৬ মাসের মধ্যেই ওই পুলিশ কর্মীর স্ত্রী বিউটি দাস থোকদারকে কুশিদা অঞ্চলের ভিলেজ পুলিশ হিসেবে নিয়োগ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় নিয়োগ পত্র।