প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ করোনা অতিমারির আতঙ্কের আবহে আজ মহামান্য কলিকাতা হাইকোর্ট ও রাজ্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আদেশক্রমে সমগ্র পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হল অনলাইন/ভারচুয়াল লোক আদালত । মেদিনীপুর সদর ও ঘাটাল মিলিয়ে মোট চারটি বেঞ্চ গঠিত হয় যেখানে মাননীয় জেলা জজ শ্রী শুভ্রদীপ মিত্র, ঘাটালের অতিরিক্ত জেলা জজ শ্রী দিলীপ কুমার দাশ, মাননীয় মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শ্রী নচিকেতা বেরা ও পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রী সম্রাট রায় অংশ গ্রহণ করেন । এইদিন লোক আদালতের মাধ্যমে ১৯ টি মোটর দুর্ঘটনা বিমার মামলা, ৮১টি ব্যাঙ্কের ঋণ খেলাপি মামলা ও ২২০ টি ফৌজদারি নন জি আর মামলার নিষ্পত্তি হয় । এতে মোট ১,০৭,২৭,৩০৭ টাকা আদায় করা হয়েছে । লোক আদালত চলাকালীন করোনা পরিস্থিতি মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে ।লোক আদালত সমাপ্তির পরে মেদিনীপুর সদর হাসপাতালের সহযোগিতায় আদালত চত্বর জীবাণুমুক্ত করা হয় ।