কলকাতা

‘ভার্চুয়াল’ অপপ্রচারের জবাব মিলবে ‘ভার্চুয়ালে’-ই, বিরোধীদের অপপ্রচারকে ঘায়েল করতে নয়া অস্ত্র মুখ্যমন্ত্রীর

এবার থেকে ‘ভার্চুয়াল’ অপপ্রচারের জবাব মিলবে ‘ভার্চুয়ালে’ই।  লক্ষ্য একুশ। আর জবাবের হাতিয়ার এবার সোশ্যাল মিডিয়াও। সূত্রের খবর, বিরোধীদের বিভ্রান্তিমূলক অপপ্রচারকে ভোঁতা করতে এবার প্রতিটি দপ্তরে ‘ফেসবুক’, ‘ট্যুইটার’ অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিল নবান্ন। দু’টি অ্যাকাউন্টে থাকবে শুধু সরকারের উন্নয়ন-খতিয়ান। জেলাশাসকদেরও অ্যাকাউন্ট খোলার নির্দেশ গিয়েছে নবান্ন থেকে। সেইসঙ্গে শুরু হয়েছে সরকারের ন’বছরের জেলাভিত্তিক উন্নয়ন-তথ্য সংগ্রহের কাজও। রিপোর্ট পাঠাতে হবে চারদিনের মধ্যে।