জেলা

‘খাবার পাচ্ছি না’, অভিযোগ ঘেরাও উপাচার্যের, সঙ্গে সঙ্গে দুধ-কলা পৌঁছে দিলেন ছাত্র-ছাত্রীরা

পাঁচ রাত ধরে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । আজ সকালে তাঁর বাড়িতে দুধ ও কলা পৌঁছে দিলেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা। যদিও, সেই খাবার গেটের কাছেই পড়ে রয়েছে। প্রসঙ্গত, বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করার পাশাপাশি ১২ জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । অবিলম্বে পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবি-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে ২৭ অগস্ট রাত থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে বিক্ষোভ ।