বেশ কিছুদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পড়ুয়াদের বিক্ষোভ-আন্দোলন চলছে ৷ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা ৷ তিনি জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না । আজ দুপুর ৩টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যেখানে যেখানে তালা দেওয়া আছে, স্থানীয় পুলিশ-প্রশাসনকে অবিলম্বে তা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত ৷ উপাচার্যের ঘরের সামনে যদি তালা দেওয়া থাকে, তাহলে তা অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, বিশ্বভারতীর ভিতরে প্রবেশের ক্ষেত্রে কোনও কর্মী বা শিক্ষককে বাধা দেওয়া যাবে না । বিশ্বভারতী চত্বরে সমস্ত আন্দোলন বন্ধ করতে হবে । শান্তিনিকেতন থানাকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়ে ।