জেলা

আদালতের অন্তর্বর্তী রায় মেনেই আন্দোলন চলবে বিশ্বভারতীতে

বন্ধ হচ্ছে না ছাত্র আন্দোলন । কারণ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে কোথাও ছাত্র আন্দোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। আজ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের পর এমনই প্রতিক্রিয়া অধ্যাপক এবং ছাত্র মহলের।  গত শুক্রবার থেকে তিন পড়ুয়ার বহিষ্কারের প্রতিবাদ করে আন্দোলনে নেমেছে ছাত্র-‌ছাত্রীরা। তাকে সমর্থন জানিয়েছে বিভিন্ন মহল। প্রবীণ আশ্রমিক, প্রাক্তনী, ব্যবসায়ী সমিতি, পৌষ মেলা বাঁচাও কমিটির সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই তাদের সমর্থন জানিয়ে গেছে। গত বুধবার কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলারই আজ শুনানির পর অন্তর্বর্তী নির্দেশ দায়ের করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ভিবিউফা সভাপতি, সাসপেন্ডেড অধ্যাপক, সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “আমরা এখনও  হাতে রায়ের কপি পাইনি। তবে আমাদের আইনজীবীর তরফ থেকে যা জানতে পেরেছি তাতে কোথাও ছাত্রদের আন্দোলন প্রত্যাহারের কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে উপাচার্যের বাড়ি থেকে ৫০মিটার দূরে অবস্থান মঞ্চ হতে হবে এবং সেখানে কোন মাইকের ব্যবহার করা যাবে না। সেটা অবশ্যই মেনে নেওয়া হবে। মেপে দেখলে দেখা যাবে আমরা হয়ত ৫০ মিটার দূরেই আছি।” তিনি বলেন, “আদালতের রায়ে বলা হয়েছে যে সমস্ত তালা খুলে ফেলতে হবে। আমরা তো কোন তালা মারিনি। যা মারা হয়েছে সব উপাচার্যের নির্দেশে বিশ্বভারতীর কর্মীরাই তালা মেরেছেন। সেটা আদালতে আমরা প্রমান সহ দাখিল করেছি।”