বিদেশ

চিলিতে জেগে উঠল লাসকার আগ্নেয়গিরি

গভীর রাতে আচমকাই জেগে উঠল চিলির এক আগ্নেয়গিরি। চিলির আন্দিজ পবর্তমালায় থাকা লাসকার আগ্নেয়গিরি জেগে উঠেছে প্রায় সাত বছর বাদে। গতকাল, রাত থেকেই পুরোদমে লাভা উদগীরণ করছে। যার ফলে ওই এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগ্নেয়গিরির উপর দিয়ে যেতে দেওয়া হচ্ছে না কোনও বিমানকে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। আন্দিজের লাসকার আগ্নেয়গিরি আকাশে ৬০০০ মিটার (প্রায় ২০০০০ ফুট) উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ার পরেই দ্রুততার সঙ্গে চিলি কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে৷