এখন পেটেও ঘাঁটি গাড়ছে করোনাভাইরাস! ফলে ডায়রিয়া, মাথাব্যথা, বমি বমি ভাবও উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। জানাচ্ছেন হায়দরাবাদের কিং কোটি হাসপাতালের বিশেষজ্ঞরা। ডায়রিয়া, মাথাব্যথা ও বমির উপসর্গ থাকলে প্রাথমিকভাবে কোনও রোগীকেই করোনা আক্রান্ত বলে ধরা হচ্ছে না। ফলে চিকিত্সা শুরু করতে বেশ দেরি হয়ে যাচ্ছে। সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। হায়দরাবাদের চিকিত্সকদের দাবি, আগের জ্বর, সর্দি-কাশি, বুকব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ এখন কমে আসছে। নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছে করোনা। ফলে বিভ্রান্তি আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত চরিত্র বদলাচ্ছে করোনা। এক গবেষক জানিয়েছেন, ‘সাধারণত ফুড পয়জেন বা সিজন চেঞ্জের সময় ডায়রিয়া ও বমি হওয়ার মতো উপসর্গ লক্ষ্য করা যায়। কিন্তু এই ভাইরাসটা এখন ফুসফুসের বদলে পেটে এবং অন্ত্রে হানা দিচ্ছে আগে। যার দরুন মারাত্মক ভাবে পাতলা পায়খানা, বমি এবং ডিহাইড্রেশন হচ্ছে শরীরে। ফলে দুর্বলতা হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, রক্তচাপ ও সুগার কমে আচমকাই মৃত্যু হচ্ছে রোগীর।’