ভবানীপুরে ভোটগ্রহণ নিয়ে ববি হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তাঁরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অভিযোগের প্রতিবাদে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিজেপি ভোটে হেরে যাচ্ছে বুঝতে পেরেই এই অভিযোগ করছে। তিনি বলেন, আমি তো এই বিধানসভা কেন্দ্রের ভোটার। আমি ভোট দিতে এসেছি। ভোটারদের প্রভাবিত করার কোনও প্রসঙ্গই নেই। এদিকে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ, ‘কোন সাধারণ কর্মী নয়, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে ভোটের দিন ফেসবুক-টুইটারে ভোটদানের আবেদন জানালেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা। ওনাদের এতটা অধঃপতন হয়েছে’। তিনি আরও জানিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, আমি কেন্দ্রের একজন ভোটার, সেই সঙ্গে জনপ্রতিনিধিও। তাই দলীয় প্রার্থীর হয়ে মানুষের কাছে আহ্বান এবং আবেদন করতেই পারি। তাঁর কটাক্ষ, ওরা হেরে যাবে বলে এই ধরণের ভিত্তিহীন অভিযোগ করছে।