ত্রিপুরার পর এবার উত্তর-পূর্বের অপর রাজ্য অসমেও নিজেদের সংগঠন বিস্তারে পা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই অসমের শিবসাগরের বিধায়ক তথা রাজৌর দলের সভাপতি অখিল গগৈকে তৃণমূলে আনতে কোমর বেধে নেমেছে বাংলার শাসকদল। অসমে তৃণমূলের সভাপতি করার প্রস্তাবও দেওয়া হয়েছে তাঁকে, এমনটাই দাবি করেছেন অখিল গগৈ। তিনিই এখন চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে। রাজৌর দলের নেতা জানিয়েছেন, গত ১ জুলাই জেল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতায় তাঁকে ডেকে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘দু’বার কলকাতায় যাই। ওঁর সঙ্গে দেখা হয়েছে। আমাকে অসমে তৃণমূলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু, আগামী নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে বিরোধী ফ্রন্টের অংশ হতে চাই আমরা’।
প্রসঙ্গত, অসম রাজনীতিতে অখিল গগৈ উল্লেখযোগ্য নাম। গত দু’দশক ধরে সমাজকর্মী হিসেবে কাজ করেছেন গগৈ। কৃষকদের দাবি, তথ্যের অধিকার আইন নিয়ে কাজ করেছেন তিনি। সিএএ ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছিল গগৈকে।